মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুই হেভিওয়েট প্রার্থী চায় তৃণমূল

লক্ষীপুর-৪ আসন

রামগতি (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনটিতে দু’দলের দুই হেভিওয়েট প্রার্থীকে যাচাই-বাছাইয়ের খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ দেখা গেছে। উভয় দলের নেতাকর্মীরা বলছেন, কেন্দ্র প্রধানদের সিদ্ধান্ত মেনে উভয়দলের নেতাকর্মীরা কাজ করবেন বলে জানান।

এ আসনে শেষ মুহূর্তেও চূড়ান্ত আলোচনায় দুই ফ্রন্টের দু’হেভিওয়েট প্রার্থী। একজন হচ্ছেন, ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। আরেকজন যুক্তফ্রন্টের শরিক বিকল্পধারার মহাসচিব ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আ স ম আবদুর রবের পক্ষে এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ বিষয়টিকে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আসনটি আগামীতে বিএনপির জন্য আরো মাইলফলক হবে বলে তাদের বিশ্বাস। বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এখানে যিনিই আসুক নেতাকর্মীদের কাজের মাধ্যমে আসনটিতে পুনঃরুদ্ধার চাই। এদিকে আ.লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট থেকে মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নের খবরে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ দেখা গেছে। এ আসনটিতে দীর্ঘদিন কোন্দল-গ্রুপিং থাকলে নতুন এ নেতার আগমনে দলের ভীত আরো শক্তিশালী হবে বলে আশা ত্যাগী নেতাদের। এ বিষয়ে বর্তমান এমপি মো. আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে তার পক্ষে কাজ করে আবারো আসনটিকে উপহার দিবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন