একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (বাবলু) পদত্যাগ করেছেন। তিনি গত ২২ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবরে পদত্যাগপত্র জমা দেন।
আসাদুজ্জামান (বাবলু) জানান, একাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে ২২ নভেম্বর রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেই। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক এনামুল হাবীব স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর ওই তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন