সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এখন আর ডাক্তার হওয়ার ইচ্ছা নেই-দীঘি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এক সময়ের চলচ্চিত্রের শিশু তারকা দীঘি এখন বড় হয়েছেন। তবে তিনি এখন আর চলচ্চিত্রে অভিনয় করেন না। পড়াশোনা নিয়েই ব্যস্ত। সামনে এসএসসি পরীক্ষা দেবেন। এ নিয়েই তার ব্যস্ততা। দীঘি জানান এখন আমার সব মনোযোগ পড়াশোনা নিয়ে। পরীক্ষার দুই মাস বাকি, তাই লেখাপড়ার দিকেই এখন আমার মনোযোগ। চলচ্চিত্র বা অভিনয়ে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে দিঘী বলেন, আমার পরিবারের পক্ষ থেকে চাচ্ছে, যখন ফিরব তখন যেন নায়িকা হয়েই ফিরি। আমারও ইচ্ছা নায়িকা হিসেবে ফেরার। পরীক্ষা শেষ হওয়ার পর এ নিয়ে চিন্তা করব। আর আমার ইমেজ তো শিশু শিল্পী হিসেবে। এ ইমেজ ভেঙে আমাকে ফিরতে হবে। যখন আবার ক্যামেরার সামনে দাঁড়াবো তখন বুঝতে পারবো, আমি কতটা বড় হয়েছি। তবে এ মুহূর্তে আমি পড়াশোনা নিয়েই ব্যস্ত। তবে মিডিয়াতে যখন ফিরব, বুঝেশুনেই ফিরব। আমার শুরুটা ছোটপর্দা দিয়ে, সেখান থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছি। মডেলিং আমার প্রথম পছন্দ, খুব ভালো লাগে। আর সিনেমা করে তিন-তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেক্ষেত্রে চলচ্চিত্র থাকবে আমার কাছে প্রথম গুরুত্ব। দীঘির মায়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এ ব্যাপারে দীঘি বলেন, এখন আর ডাক্তার হওয়ার ইচ্ছা নেই। যেহেতু মা বেঁচে নেই, তাই ডাক্তার হওয়ারও স্বপ্ন নেই। তবে চলচ্চিত্রের কাজের পাশাপাশি আমার লেখাপড়ার গুরুত্ব অবশ্যই থাকবে। অভিনয়ে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে দীঘি বলেন, যখন অভিনয় শুরু করবো তখন দেখে বুঝে চরিত্র নির্বাচন করবো। আমি কখনো স্ক্রিপ্ট পড়ে ঠিক করি না, আগে মা-বাবা স্ক্রিপ্ট পড়ে যা ঠিক করে দিতেন আমি তাই করতাম। এখন বাবা আছেন উনি দেখে যেটা ভালো মনে করবেন আমি সেটাই করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
নাম.মেহেদী হাসান{উজ্জল} ২৬ নভেম্বর, ২০১৮, ৯:৪৯ পিএম says : 0
আমি মনে করি দীঘির মায়ের ইচ্ছাটা পূরণ করা
Total Reply(0)
বাবুল ২৭ নভেম্বর, ২০১৮, ১:৫৪ এএম says : 0
দীঘির জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
Total Reply(0)
লোকমান ২৭ নভেম্বর, ২০১৮, ১:৫৪ এএম says : 0
আমার মনে হচ্ছে দীঘি নায়িকা হিসেবেও ভালো করবে।
Total Reply(0)
জীবন ২৭ নভেম্বর, ২০১৮, ১:৫৪ এএম says : 0
এগিয়ে যাও
Total Reply(0)
md mikaill hasan ২৭ নভেম্বর, ২০১৮, ৯:০১ এএম says : 0
দীঘি তুমি পারবে বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে,এগিয়ে জাও,আমরা সব সময় পাশে থাকবো,,
Total Reply(0)
হাসান ২৭ নভেম্বর, ২০১৮, ২:৩০ পিএম says : 0
আমি মনে করি আপনার মায়ের ইচ্ছা পূরণ করুন মায়ের আত্না খুশি হবে প্লাস জনগনের উপকার ও হবে আর চলচিএে গেলে এই দুই কাজ হবে না
Total Reply(0)
২৭ নভেম্বর, ২০১৮, ২:৩৮ পিএম says : 0
ডাক্তার হওয়াই উত্তম হবে।
Total Reply(0)
কুদ্দুস ২৭ নভেম্বর, ২০১৮, ৭:৫৪ পিএম says : 0
ডাক্তার হয়ে মায়ের ইচ্ছা পূরন করার জন্য অনুরোধ রইল।
Total Reply(0)
MD.RASHEDUL ISLAM ২৮ নভেম্বর, ২০১৮, ১০:২৬ এএম says : 0
আমি মনে করি, তোমার মায়ের আশাটাই পুরো করা উচিৎ ছিলো, খারাপ জগতে প্রবেশ না করাই ভালো।
Total Reply(0)
md ataur rahman ২৮ নভেম্বর, ২০১৮, ১১:৩৮ পিএম says : 0
আমার মনে হয় তুমি আর সিনেমায় আসবে না ডাক্তার হয় তোমার মায়ে ইচছা পূরন করো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন