শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাসিরনগরে আওয়ামীলীগ প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে বরণ করলো সমর্থকরা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৭:৫৭ পিএম | আপডেট : ৮:২৪ পিএম, ২৭ নভেম্বর, ২০১৮


ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে দ্বিতীয়বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। আজ মঙ্গলবার দুপুরে প্রথমেই তিনি তাঁর জম্মস্থান নাসিরনগর উপজেলা গুনিয়াউক গ্রামের বাড়িতে আসেন। এখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও জনতার উপস্থিতিতে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে আরেকটিবার ভোট চান বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন জনগণ পাশে ছিল,তাদের ভালবাসা ছিল,তাই জননেত্রীর ভালবাসা পেলাম। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জনগনের প্রতি। তিনি বলেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করব এবং সকলে করবেন। দেশ এগিয়ে যাচ্ছে,নাসিরনগর এগিয়ে যাচ্ছে,এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আপনারা নৌকার পক্ষে জনমত সৃষ্টি করে মাঠে কাজ করুন।পরে তিনি গুনিয়াউকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপরেই তিনি পূর্বভাগে শায়িত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের কবর জিয়ারত করেন।এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,প্রচার সম্পাদক লতিফ হোসেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বসির আল হেলাল,সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,সাবেক ছাত্রলীগ নেতা রায়হান আলী ভুইয়া,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি দলীয় মনোনয়ন পাওয়ার পর এই প্রথম নাসিরনগরে আগমনের কারণে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SM Faizul Islam ১৭ জুলাই, ২০১৯, ৯:২৩ পিএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন