রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী পিতা-পুত্রের মনোনয়নপত্র জেলা প্রশাসকের কাছে দাখিল

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৫:০৭ পিএম

ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান ও তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তাদের মনোনয়নপত্র জেলা প্রশাসকের কাছে দাখিল করেছেন। আজ বুধবার(২৮নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এই আসন থেকে তারা পিতা-পুত্র দুজনেই বিএনপির মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। আলহাজ্জ আমান উল্লাহ আমান যদি এই আসন থেকে কোন কারনে নির্বাচন করতে না পারলে তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবেন।আলহাজ্ব আমান উল্লাহ আমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন,সরকার সারা দেশেই বিএনপির জনপ্রিয় প্রার্থীদের গ্রেফতার করে ও আদালতকে ব্যবহার করে তাদের নির্বাচন থেকে দুরে রাখতে অপচেষ্টা চালাচ্ছে। হাইকোর্টে আমার আপিল খারিজ হয়ে যায়। আমি আইনি লড়াই চালিয়ে যাব । যদি কোন কারনে আমি নির্বাচন করতে না পারি তাহলে আমার পরিবর্তে আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এই আসন থেকে নির্বাচন করবে। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, মোসলে উদ্দিন ফারুকী,ঢাকা জেলা যুবদলের আহবায়ক ভিপি নাজিম, কৃষকদল নেতা হাজী মোঃ বাবুল প্রমুখ। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু বলেন, ঢাকা-২ আসন বিএনপির শক্ত ঘাটি। আলহাজ্ব আমান উল্লাহ আমান এই আসনে একজন জনপ্রিয় প্রার্থী। নির্বাচন থেকে দুরে রাখতে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়া ঢাকা-৩আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুর সাড়ে ১২টায় ঢাকা জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী নাজিম উদ্দিন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন