যশোরের ৬টি সংসদীয় আসনে মোট ৪৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এতো সংখ্যক প্রার্থীর মনোনয়ন দাখিল এবারই প্রথম। বিএনপির ২জন করে সব আসনেই মনোনয়ন দাখিল করেছেন। তবে লক্ষণীয়, যশোরের মোট ৬টি আসনের মধ্যে ৪টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের নেতার মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দী ছাড়াও বর্তমান সংসদ সদস্য এডঃ মনিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তিনি সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যশোর-৫ (মণিরামপুর) আসনে সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য ছাড়াও আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বারী মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোর-৬ কেশবপুর) আসনে মন্ত্রী ইসমত আরা ছাড়াও মনোনয়ন দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন