শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সর্বমোট ৭ প্রার্থীর মনোনয়ন জমা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৮:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপিসহ সাতজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের কাছে পৃথকভাবে এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম,বিএনপির দলীয় প্রার্থী এস এ কে একরামুজ্জামান সুখন, ইসলামী ফ্রন্টের এড. কাজী ইসলাম উদ্দিন দুলাল,ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো: আশরাফুল হক,ইসলামী আন্দোলনের প্রার্থী হুসেইন আহম্মদ,বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি)মোঃ ফায়েজুল হক এবং সৈয়দ নজরুল ইসলাম একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেনি বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির জানান।
এদিকে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। অন্যদিকে বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম সাফি মাহমুদ,উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এম.এ.হান্নান প্রমূখ । এছাড়া অন্যান্য দলেরপ্রার্থীদের সাথেও উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন