মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের নামই পাল্টে যাবে -মির্জা আজম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ৫:৪৫ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের রোল মডেল। চীন-ভারত আর বাংলাদেশ এখন এক কাঁতারে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে পুণরায় নির্বাচিত করার বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ বিজয়ী না হলে বাংলাদেশ জামাত-জঙ্গি-যুদ্ধাপরাধীদের রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের নামই পাল্টে যাবে। ড. কামাল জাতির পিতার সহচর ও মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ তিনি বিএনপি-জামাত-যুদ্ধাপরাধীদের নেতা হয়ে জঙ্গিদের মুখোশ পড়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাচ্ছেন।’ জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকাল থেকে দিনব্যাপি শিমলা শেষ রাসেল মিনি স্টেডিয়ামে (গণময়দান) এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা।
জামালপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনা প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ এমন দল; যার শেষ নেই। এ দল খ্যাতিমান নেতা সৃষ্টি করে। নগন্য ব্যক্তিকেও নৌকার মনোনয়ন দেওয়া হলে তিনিও শক্তিশালী প্রার্থী বিবেচিত হন।’
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জামালপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী (সাবেক এমপি) ডা. মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএ লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mai ৩০ নভেম্বর, ২০১৮, ৮:৪০ পিএম says : 0
চামচামির দিন শেষ এখন পায়ের নিচে মাটি নেই আওয়ামিলিগের ভেবে ছিলো কেউ নির্বাচনে আসবেনা খালি মাঠে গোল দিবে তা আর হলোনা এখন পাগল হয়ে যাচ্ছে নেতারা সব
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৩০ নভেম্বর, ২০১৮, ১১:১৫ পিএম says : 0
যতই বলেন না কেন সত্যকে মিত্যা দিয়ে ঢাকিতে পারিবেন না। আজকে আপবারা জাতীয় বেঈমানে পরিনত হইয়াছেন। সীমান্তে যখন ভারতীয়রা বাংলাদেশের নাগরীক হত্যা করে তখন আপনারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন। খবরই রাখেন না। হত্যার বীরুদ্বে একটি কথা ও বলেন না। জাতির সাথে করেন বেঈমানি। এমন বেঈমান সকল বাংলাদেশ চায় না জানিবেন। ইনশায়াল্লাহ। +++++++++
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন