শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাসূল (সাঃ) শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না -দুধমুখা পীর

ফেনী থেকে মো. ওমর ফারুক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আল্লাহ রাসূলের সুন্নতের তরিকা মতো না চললে এবং রাসূলের শানে বেয়াদবি করলে ঈমান হারাতে হবে, তারা মুসলমান থাকবে না। আল্লাহ ও নবী রাসূলকে জানতে হলে এবং তাদের দ্বীনী এলেম সম্পর্কে জানতে হলে হক্কানি পীর মাশায়েক ও আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাদেরকে অসম্মান করলেও ঈমান হারাতে হবে। সব মানুষকে তাদের সব পাপ-পুণ্যের অনুশোচনা করে সহিহ নিয়তে তওবা করার মাধ্যমে নতুন জীবনের শুভ সূচনা করতে হবে। এই তওবার মাধ্যমে সবার অন্তরকে আলোকিত করে নবী (সা.) দেয়া সহিহ দ্বীনের ওপর আসতে হবে। আল্লাহ রাসূলের হুকুম-আহকাম সম্পর্কে প্রত্যেক মুসলমানকে জানতে ও বোঝতে হবে, সঠিক পথে চলতে হবে; তাহলেই দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পাওয়া যাবে। গত বৃহস্পতিবার রাতে দাগনভূঁইয়া উপজেলার দুধমুখা দরবার শরিফের পুরাতন বাড়ি সংলগ্ন ইছহাকীয়া এতিমখানা মাদরাসা ময়দানে দুধমুখার মরহুম পীর অলিকুল শিরমনি মাওলানাশাহ সুফি মোহাম্মদ ইছহাক (রহ.) ও যুগশ্রেষ্ট অলি মাওলানা শাহ সুফি মোহাম্মদ আবদুল হক (রহ.) ইছালে ছাওয়াব হালকায়ে জিকির ওলামা খোলাফা ও মুরিদান ইসলামী সম্মেলনে প্রধান ওয়ায়েজের বক্তব্যে বর্তমান গদিনশীন পীর মাওলানা শাহ সুফি মোহাম্মদ লোকমান হুসাইন এসব কথা বলেন। এ সময় রাতব্যাপী আরো ওয়াজ করেন কেরানীয়া শাহী জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল করিম, সেনবাগ ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা বেলায়েত হোসেন, হাতিয়া থেকে আগত মাওলানা মাঈন উদ্দিন, কুমিল্লা থেকে আগত মাওলানা নেছার উদ্দিন, সুবর্ণচর থেকে আগত মাওলানা শাহাদাত হোসেন, সেনবাগ গাজীশাহ মসজিদের ইমাম মাওলানা আজিজ উল্লাহ ও সুবর্ণচর থেকে আগত মাওলনা হাফেজ ফখর উদ্দিন প্রমুখ। ওই মাহফিলে সারাদেশ থেকে আগত পীর ছাহেবের শতশত ভক্তকুল, সু-প্রসিদ্ধ ওলাম, ফুযালা, খোলাফা অলি আবদাল গাউছ কুতুবগণসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন