শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ৭ দিনে গ্রেফতার ৫০

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় ৭ দিনে বিভিন্ন মামলায় জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল বুধবার ভোর পর্যন্ত ৭ দিনে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেনের নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ ১০ জামায়াত শিবির নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা নাশকতা, দাঙ্গা-হাঙ্গামা, পারিবারিক, যৌতুক, মাদক দ্রব্যসহ বিভিন্ন মামলার আসামী। এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবেই।
সরকারীভাবে গম ক্রয়ের উদ্বোধন
সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সরকারীভাবে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ জলিল মন্ডল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি শাহাদৎ হোসেন আনন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবছর সরাসরি কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৪৬৪ মেট্রিক টন গম সরকারীভাবে ক্রয় করা হবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন