কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত মঙ্গলবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিাত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আ.লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াচিং মং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, এএসপি সার্কেল আবুল কাশেম, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান ও বশিউক এলপিসি সহ-মহাব্যস্থাপক প্রকৌঃ মোস্তাক আহমেদসহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন