সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুরে অপহরণের ২ দিন পর মজনু মিয়া (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার মাইজবাড়ী চর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মজনু মিয়া একই উপজেলার মেঘাই গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে জামাল উদ্দিন নামে তার এক ব্যবসায়িক পার্টনারকে মঙ্গলবার রাতে পুলিশ আটক করে। তিনি নাটুয়ারপাড়া গ্রামের ওয়াহেদ উদ্দিনের ছেলে। জানা যায়, মজনু মিয়া ও জামাল উদ্দিন বিভিন্ন মৌসুমী ফলমূলের ব্যবসা করতেন। গত সোমবার ভুট্টা কেনার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে মজনু আর ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার রাতে মজনুর স্ত্রী রুপালি খাতুন বাদী হয়ে তার ব্যবসায়িক পার্টনার জামাল উদ্দিনসহ ২ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বুধবার ভোরে মাইজবাড়ী চরে ধানক্ষেতের ভেতরে পুঁতে রাখা মজনুর লাশ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন