মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান - সরাইলে দেড় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা
সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মইনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পক্ষে সরাইল উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর কৃষিপণ্য সংরক্ষণের জন্য বেড়তলা মৌজার ২৪৩৬ দাগে ১১ শতাংশ জমি স্থানীয় আবদুর রহমানের কাছ থেকে ক্রয় করেন। আশির দশকে জমির পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক চালু হলে জমিটির গুরুত্ব ও মূল্য বেড়ে যায়। এরপর ২০০০ সালে স্থানীয় প্রভাবশালী একটি মহল ভূমিটি দখলে নিয়ে পাঁচটি আধা পাকা ভবন নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এক বছর আগে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার আদালতে উচ্ছেদের মামলা দয়ের করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে গতকাল বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন