প্রকাশিত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও ‘একটা গল্প ছিলো'’। গানটি প্রকাশিত হয়েছে ডিজিটাল সল্যুশন-এর ইউটিউব চ্যানেল 'রসগোল্লা' তে। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় এতে আসিফ আকবরের সাথে মডেল হয়েছেন তানহা তাসনিয়া। আসিফ আকবর বলেন, এটি একটি রোমান্টিক ঘরানার গান। গানটির ভিডিওটিও দারুণ হয়েছে। আমার শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন ‘একটা গল্প ছিলো’ ঠিক সে ধরণের গান। স্নেহাশীষ, মিলন আর রনি দারুন কাজ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন