শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হলো আসিফের নতুন দ্বৈত গান, সহশিল্পী মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৪:০৮ পিএম

এবার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এই ধারাবাহিকতায় সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেয়েছে তার নতুন দ্বৈত গান ‘মিথ্যা বলতে পারি না’। নতুন গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিমি। গানটির কথামালা সাজিয়েছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও বানিয়েছেন ইয়ামিন ইলান।

নতুন এই গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘‘মিথ্যা বলতে পারি না’ একটি রোমান্টিক ঘরনার গান। মিমির গায়কী আমাকে মুগ্ধ করেছে। আশা করছি শ্রোতাদেরও মুগ্ধ করবে।’

মিমি বললেন, ‘আসিফ ভাইয়ের সাথে গান গাওয়ার অভিজ্ঞতা দারুণ। আমার বিশ্বাস আসিফ ভক্তরা ভিন্ন ধারার একটি গান পেলেন। গানটি প্রকাশের পর শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানাচ্ছে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘মিথ্যা বলতে পারি না’ গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছে দর্শক-শ্রোতা। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশী ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন