শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্রোহীদের পদচারণায় দলীয় প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ পার্বতীপুরের ৮ ইউনিয়ন

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) থেকে
দলীয় প্রার্থীদের টেনশন বেড়েই চলছে। তাদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে। প্রার্থীরা একে অপরকে দোষারোপ করতে এতোটুকুন ছাড় দিচ্ছেন না। বিষের মতো করে স্বতন্ত্রপ্রার্থীদের দেখা হচ্ছে। স্বতন্ত্রপ্রার্থীরা দলীয় প্রার্থীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী বেরিয়ে আসবে বলে ভোটারদের দাবি। কারণ দলীয় প্রার্থীদের কিছু ভুলত্রুটি থাকায় তাদের ফলাফল ভালো হবে না বলে ভোটারদের অভিমত। বিদ্রোহী প্রার্থীদের অনেককেই বহিষ্কার করেছে দল। কিন্তু গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হলে আবার তাদের আদর করে ঘরে তুলে নিয়েছে রাজনৈতিক দলগুলো। বহিষ্কার শুধু নির্বাচন পিরিয়ডের জন্য। পার্বতীপুর উপজেলায় আগামী ৭ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্বতীপুর উপজেলায় ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলে ২টি ইউনিয়ন বাদে বাকি ৮টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্বতীপুর পৌরসভা গঠনের লক্ষ্যে সীমানা নির্ধারণে হাইকোটের রিট হওয়ায় জটিলতার কারণে ৩নং রামপুর ও ৪নং পলাশবাড়ী ইউনিয়নের ইউপি নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন দফতরে মো. সামসুল আলম উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ স্বাক্ষরিত পত্রে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নকে বাদ দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিদ্রোহী ও স্বতন্ত্রপ্রার্থীরা নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের গ্রামগঞ্জে ও বাড়িতে ছুটে বেড়াচ্ছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভা, পথসভার মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী তৎপরতায় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরাও পিছিয়ে নেই। এইসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় কর্মী বাহিনী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিদ্রোহী এবং স্বতন্ত্র মিলে ৩১ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এরমধ্যে দলীয় মনোনয়নের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ২ জন ও বিএনপি রয়েছেন ৩ জন। সংরক্ষিত মহিলা ১২৫ ও সাধারণ সদস্য পুরুষ ৩৬১ জন। বেলাইচন্ডী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা মমিনুল ম-ল স¤্রাট (আনারস)। বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী  এআইএম হাছিবুর রশীদ (ধানের শীষ)। শিক্ষক আব্দুল মজিদ সরকার (ঘোড়া) স্বতস্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মন্মথপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আসগার আলী (আনারস) ও বিএনপি দলীয় চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (ধানের শীষ), জামাত সমর্থিত মো. মোশারফ হোসেন মুন্সী (চশমা) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন সভাপতি মো. মজিবর রহমান (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ও কৃতি সন্তান মো. এমদাদুল হক (আনারস) স্বতন্ত্র। বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আফসার আলী সরকার (ধানের শীষ) ও স্বতন্ত্র বিলকিস জাহান (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোমিনপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রাথী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব ম-ল (নৌকা)। বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সরকার (ধানের শীষ)। মো. আলীম উদ্দিন (চশমা)  ব্যবসায়ী আব্দুল রাজ্জাক সরকার (আনারস) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. ছাবেনুর আলম (নৌকা) ও বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. হাছিনুর হাবীব (ধানের শীষ) নির্বাচনে অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. মতিয়ার রহমান মতিন (ঘোড়া) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাবড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিসুর রহমান (নৌকা) ও বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. অহিদুল ইসলাম (ধানের শীষ) নির্বাচনের অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান ম-ল নুরু (মোটরসাইকেল) ও মো. আমিনুল ইসলাম (হাতপাখা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হামিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম প্রামাণিক আব্দুর রহমান (নৌকা) ও বিএনপি দলীয় চেয়ারম্যান হিসেবে মো. সাদিকুল ইসলাম (ধানের শীষ) নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. ইয়াকুব আলী (আনারস) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মো. মাসুদুর রহমান শাহ্ (নৌকা), বিএনপি দলীয় চেয়ারম্যান হিসেবে মো. তোফিকুল ইসলাম তপু (ধানের শীষ)। তিন বারের সাবেক চেয়ারম্যান আবু তাহের (আনারস) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এবং মো. রফিকুল ইসলাম (হাতপাখা), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন ভাইবোনের ভোটযুদ্ধ : পার্বতীপুরে ৭ মে চতুর্থ দফায় ইউপি নির্বাচনে মন্মথপুর ইউনিয়নে একই পরিবারে আপন তিন ভাইবোন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। মো. মোশারফ হোসেন মুন্সী জামাত সমথিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বোন মোছা. ফেরদৌসী  আরা বেগম একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক ভাই মাহবুবুর রহমান ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন