গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষের অদক্ষতা, অবহেলা ও করণিক নির্ভরতার কারণে ৯৯ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, ২০১৮ অনার্স প্রথম বর্ষের ২১৩ জন শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ১১৪ জনের ভর্তি নিশ্চিত করা হলেও বাকি ৯৯ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ বলছে, সার্ভারের ত্রুটির কারণে ৯৯ শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেও কোনো ফল পায়নি। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. বায়জিদ শেখ, সাইদুল ইসলাম, মানছুরা খানম, লাবনী খানম, মুক্তি হালদার, ইব্রাহিমসহ আরো অনেকে কলেজ প্রশাসনকে দায়ী করে বলেন, অধ্যক্ষের অদক্ষতা, অবহেলা ও উদাসীনতার কারণে আমাদের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে, ফলে একটি বছর জীবন থেকে ঝরে গেল। তারা আরোও বলেন, অধ্যক্ষ আমাদের ভর্তির কোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠাননি, ঢাকায় গিয়ে তিনি তার ব্যক্তিগত কাজ সেরেছেন। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এ প্রসঙ্গে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালা বলেন, কোনো সমস্যা হবে না, হয়তো ১০-১৫ দিন দেরি হবে। আমি ভিসির সঙ্গে কথা বলছি, তারা বলেছেন হয়ে যাবে, না হলে তাদের ডিগ্রিতে ভর্তি হতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন