রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘অপেক্ষার পাঁচ বছর শেষ! মায়ের কান্না থামবে কবে?’ শীর্ষক এক সমাবেশে নিখোঁজ (গুম হওয়া) এরশাদ আলীর সন্ধান চেয়েছেন তার পিতা হাজী মাহবুব আলী।
মঙ্গলবার ওই সমাবেশে হাজী মাহবুব আলী বলেন ‘আমি কী নিয়ে বাঁচব। আল্লাহ তুমি আমারে কী করলা। এরশাদ আলী তিনটি মেয়ে ও বউ রেখে গেছেন। এদেরকে আমি কীভাবে লালন-পালন করব। আমি কি আর কখনও এরশাদ আলীকে ফিরে পাব না?’ কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক নামে একটি সংগঠনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহবুব আলী বলেন, এরশাদ আলী ঢাকার বংশাল থানা এলাকায় বসবাস করতো। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, এরশাদ আলী বিএনপির কর্মী ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন