জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পুরাণ ঢাকার বংশালের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজিয়ার বিরুদ্ধে পল্টন, শাহবাগ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে সব মামলায় বংশাল থানায় গ্রেফতারী পরোয়ানা ছিল। রাজিয়া আলিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার অপারেটর শাহেদ জানান,সকাল ১১টার দিকে মহিলা দলের এই নেত্রীকে গ্রেফতার করা হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে ছিলেন রাজিয়া আলীম। ওই আসন থেকে সাবেক এমপি মরহুম নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন