মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ৭ দফা দাবিতে বিক্ষোব সমাবেস ও স্বারকলিপি প্রদান করেছে আলেম ও তৌহিদী জনতা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোব সমাবেশ হয়। উপজেলার আলেম ও তৌহিদী জনতারা বিক্ষোভ সমাবেশে ৭ দফা দাবি উপস্থাপন করেন। উপস্থাপিত দাবিগুলোর মধ্যে টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমার প্রস্তুতি মূলক কাজে কর্মরত দাওয়াত ও তাবলীগের সাথী ও নিরীহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের হামলার নির্দেশ দাতা ও হামলার সাথে জড়িত সকলকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে সকলকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা, আহত ও নিহতদের ক্ষতি পূরণ ও চিকিৎসার ব্যবস্থা করা, টঙ্গী ময়দান এতদিন যেভাবে শুরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ও ওলামায়ে কেরামের অধীনে ছিল তাদের কাছেই ময়দানকে হস্তান্তর করা, অতিসত্তর কাকরাইলের সকল কার্যকলাপ হতে ওয়াসিফ নাসিমকে বহিস্কার করা, সারা দেশের ওলামায়ে কেরাম ও শুরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথীদের উপর যেকোন ধরনের হামলা মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা, টঙ্গীর আগামীর ইজতেমা যথা সময়ে পূর্ব ঘোষিত অনুষ্ঠানের কার্যকারী ব্যবস্থা গ্রহন করা, শ্রীনগরের মারকাজ মসজিদসহ সারাদেশের থানায় মারকাজ মসজিদ মুক্ত রাখতে হবে। বিক্ষোব সমাবেশের শেষে মধুপুর পীর সাহেবে আব্দুর হামিদ এর নের্তীতে মাওলানা ইউসুপ কাসীমী, মাওলানা আশবাদ আলী, মাওলানা ইসহাক সহ বিভিন্ন আলেম ওলামারা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এর কাছে একটি স্বারক লিপি প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন