শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে নববধূ নিখোঁজ

ওসমানীনগরে ইয়ালিস হত্যায় দুই আসামি গ্রেফতার

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের আড়াই সপ্তাহ পর নিপা আক্তার (১৮) নামে প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের সাদেক হোসেনের মেয়ে ও পাশ্ববর্তী কোতয়ালী থানার ঢুলিপাড়া গ্রামের প্রবাসী আবদুস সালাম মাছুমের স্ত্রী।

এ ঘটনায় তার পিতা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি জিডি করেছেন। মেয়ের সন্ধান পেতে বাবা সাদেক হোসেন ও মা নাছিমা বেগম বিভিন্নস্থানে খোঁজাখুজি অব্যাহত রেখেছেন।
জানা গেছে, নিপা আক্তার রোববার বিকেলে শপিং করতে চৌদ্দগ্রাম বাজারে আসে। এরপর সে আর বাড়ি ফিরে যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আড়াই সপ্তাহ আগে তার বিয়ে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SAKIL KHALASI ৫ ডিসেম্বর, ২০১৮, ৩:৩০ পিএম says : 0
Oo
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন