রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাক চাপায় নাজমুল হুদা (২২) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই ইনস্টিটিউটের ছাত্র শাকিল। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সাত রাস্তা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (এসআই) আবদুল কুদ্দুস জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হয়। এদের মধ্যে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শাকিলকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। শাকিল শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পরপরই পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান আবদুল কুদ্দুস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন