শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম | আপডেট : ১২:১০ এএম, ৭ ডিসেম্বর, ২০১৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় স্থানীয় এক তালেবান নেতাসহ অন্তত ১৯ বিদ্রোহী নিহত ও অপর সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার এক আফগান কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ্ মুহিব বার্তা সংস্থাকে বলেন, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মীর আদালাত ও তার ১০ সহযোগী বিদ্রোহী নিহত হয়। আদালাত গোলযোগপূর্ণ ওই এলাকার দুইশো বিদ্রোহীর নেতা ছিলেন। মুহিব আরো বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় আট তালেবান বিদ্রোহী নিহত হয়। তিনি বলেন, বালা বুলুকে এই অভিযানে তালেবানের তিনটি প্রতিরক্ষা শিবির ধ্বংস হয়। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ৭ ডিসেম্বর, ২০১৮, ৪:৩০ পিএম says : 0
তুমাদের চুখ মুখ বন্ধ তুমরা বারমা পাগলকুত্তার ক্সমড় দেখ না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন