শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার বৃদ্ধাশ্রম নির্মাণ করছেন ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চলচ্চিত্রের মুভি লর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল অনেকটা নিবৃতে মানুষের সেবা করেন। অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ান। এবার তিনি অসহায় পিতা-মাতাদের সেবার জন্য নির্মাণ করছেন বৃদ্ধাশ্রম। নিজে বাবা-মাকে হারানোর বেদনা থেকে এ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে রাজধানীর মিরপুরে বৃদ্ধাশ্রমের কাজ শুরু করেছেন। যার ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ডিপজল জানান, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ২০০ সিটের এ বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করা হবে। তিনি বলেন, বাবা-মা নাই বলেই আমার আগ্রহ বেশি। আমার মা দেড় বছর আগে মারা গেছেন। পৃথিবীতে উনিই আমার সবচেয়ে আপন ছিলেন। মা-বাবা যার নাই, দুনিয়াতে তার কিছু নাই। মা থাকলে ভালো লাগত। তিনি আহ্বান জানিয়ে বলেন, যাদের বাবা-মা বেঁচে আছেন তাদের যত্ন করুন। বাবা-মার ঠিকানা সন্তানের মাথায় হওয়া উচিত। আপনার বাবা-মাকে যদি বৃদ্ধাশ্রমে রাখি তাহলে আপনার চোখে খারাপ লাগার কথা। দয়া করে সবাই নিজ নিজ বাবা-মাকে আগলে রাখুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
MD Obaidul Hoque ১১ ডিসেম্বর, ২০১৮, ৭:৪২ পিএম says : 0
nice
Total Reply(0)
Md. Nurul Islam Bhuiyan ১১ জানুয়ারি, ২০১৯, ১২:২২ এএম says : 0
একটি ভাল উদ্যোগ। সফলতা পাবে আশা করি।
Total Reply(0)
নিজাম উদ্দীন ২ নভেম্বর, ২০২০, ৭:৫৭ পিএম says : 0
এটাভাল উদ্যোগ তবে ঠিকানা দিলে ভাল হতো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন