একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুরে ৪টি আসনে আ.লীগ (মহাজোট) ও বিএনপি (ঐক্যফ্রণ্ট)-এর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। লক্ষীপুরের ৪টি আসনে আ.লীগ থেকে ১টি, বাকি ৩টি আসন মহাজোটকে এবং বিএনপি থেকে ২টি আসন আর ২টি আসন ঐক্যজোটকে দেয়া হয়েছে।
দলীয় সুত্র জানায়, আ.লীগ থেকে লক্ষীপুর ৩ (সদর) আসনে বিমানমন্ত্রী এ কে এম শাজাহান কামাল, লক্ষীপুর ১ (রামগঞ্জ) আসনে মহাজোট থেকে তরিকত ফেডারেশানের আনোয়ার হোসেন খাঁন, লক্ষীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির মোহাম্মদ নোমান, লক্ষীপুর ৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোট থেকে বিকল্পধারার মেজর (অবঃ) আবদুল মান্নানকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
বিএনপি থেকে লক্ষীপুর ৩ (সদর) আসনে সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষীপুর ২ (রায়পুর ও সদর আংশিক) আসনে সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনে ঐক্যজোট থেকে এলডিপির শাহাদাত হোসেন সেলিম, লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ঐক্যজোট থেকে সাবেক মন্ত্রী জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন