কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটাবহ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এম এ আলীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটাবহ ইউনিয়নের আনারস প্রতীকের সঞ্জয় কুমার সাহা বাপ্পি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। গত বুধবার দুপুরে উপজেলার মকরাবহ এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি সাংবাদিকদের কাছে তার ও তার কর্মীদের উপর নৌকার প্রার্থী ও সর্মথকদের ব্যাপারে নানা অত্যাচার নির্যাতনের কথা বলেন। বাপ্পী বলেন, আমার ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ওই চেয়ারম্যান প্রার্থী এম এ আলীম নির্বাচনী প্রচারণার জন্য সভা আহ্বান করেন। পরে রাতে তিনি তার নির্বাচনী লোকজন নিয়ে ওই সভায় গিয়ে কোন ভোটার ও লোকজনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে সেখানে হুমকি দিয়ে চলে আসেন। সংখ্যালঘু পরিবারগুলোকে নানাভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া আনারসের প্রতীকের গাড়ী চলাচল ও নির্বাচনী প্রচার কাজে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওই প্রার্থীর বাবা সাবেক আওয়ামী লীগ নেতা সদ্য বহিষ্কার হওয়া অজিত কুমার সাহা বলেন, হিন্দুপাড়া মিটিং করতে গিয়ে লোকজন না পেয়ে নৌকার প্রার্থীরা বিভিন্নভাবে হয়রানি করছে। আমি মৌখিকভাবে বিষয়গুলো স্থানীয় প্রসাশনকে জানিয়েছি। অপরদিকে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী অটোরিকশা প্রতীকের আলাউদ্দিন মোল্লা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী এম এ আলীম আমাদের নির্বাচনী প্রকার কাজে বাধা প্রদান করছে। উপজেলার কাফিচালা এক নির্বাচনী মিটিং প্রকাশ্যে বলেছে অলুমোল্লার ছেলের পা ভেঙে দিব। তিনি আরোও বলেন, তার নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে। তার হুমকিতে আমার নেতাকর্মীরা মাঠে প্রচারণা চালাতে পারছে না। বর্তমানে আমরা বিরাট সমস্যায় আছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন