অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন মনে করেন দুই অভিনেতা ব্র্যাড পিট এবং জাস্টিন থেরুর সঙ্গে তার ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক ‘খুব সফল’ ছিল। এক সাক্ষাতকারে ৪৯ বছর বয়সী অভিনেত্রীটি বলেন এই দুই বন্ধন ভেঙে যাবার কারণ তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চেষ্টা করার পরিবর্তে সুখী থাকার চেষ্টায় বেশি ব্যস্ত ছিলেন। “আমি কোনও শূন্যতা বোধ করি না। সত্যই করি না। আমার ব্যক্তিগত অভিমত হল, আমার দাম্পত্য জীবন দুটি খুব সফল ছিল। তার পর তা এক সময় শেষ হয়ে যায় কারণ আমরা সুখী হওয়াকে বেছে নিয়েছিলাম, আর একটা সময় আমাদের সম্পর্কে আর সুখের অস্তিত্ব ছিল না,” অ্যানিস্টন বলেন। ব্র্যাড পিটের সঙ্গে অ্যানিস্টনের বিয়ে হয় ২০০০ সালে এবং ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর পিট অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। জাস্টিন থেরুর সঙ্গে অ্যানিস্টনের দাম্পত্য জীবন ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত স্থায়ী ছিল। এছাড়া তিনি টেট ডোনোভান, ভিন্স ভন এবং জন মেয়ারের সঙ্গে প্রেম করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন