শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাজে ফিরেছেন জেনিফার অ্যানিস্টন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম


অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন কাজে ফিরেছেন, তার হিট সিরিজ ‘দ্য মর্নিং শো’র দ্বিতীয় মৌসুমের জন্য এখন তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন। কোভিড-১৯ থেকে রক্ষা পাবার জন্য যতটা সম্ভব সুরক্ষা অবলম্বন করছেন। ৫১ বছর বয়সী অভিনেত্রীটি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তার একটিতে তাকে ক্যামেরার সামনে স্বচ্ছ প্লাস্টিকের ফেইস শিল্ড পরে থাকতে দেখা যায়। সিরিজের জন্য তিনি ধূসর শার্ট আর ¯ø্যাক্স পরা দেখা যায় আর চোখে ছিল বড় আকারের চশমা। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “কাজে ফিরেছি।” আরেকটি ছবিতে কাজের অগ্রগতি দেখান হয়েছে যাতে একজন কর্মী, “কোভিড-১৯ নরকে যাক” লেখা মাস্ক পরে আছে। অ্যানিস্টন লিখেছেন, “আমি আমার কুশলীদের ভালবাসি।” তৃতীয় ছবিতে অভিনেত্রীর লিপস্টিকের দাগ সহ একটি টিস্যু পেপার মেক-আপ ব্রাশের পাশে রাখা আছে। ‘দ্য মর্নিং শো’র জন্য অ্যানিস্টন শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন ড্রামা সিরিজ) বিভাগে গোল্ডেন গেøাব জয় করেছেন। সিরিজে আরও অভিনয় করছেন রিজ উইদারস্পুন এবং স্টিভ ক্যারেল। ‘দ্য মর্নিং শো’ দুই নারী সাংবাদিকের চোখে সকালের সংবাদের গল্প।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন