শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহ-২ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারে ধানের শীষ ও নৌকা

ফুলপুর (ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৮:০০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আজ সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই মিছিল, সমাবেশ, মাইকিং ও পোস্টারিংয়ে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।  

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শরীফ আহমেদ পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী শাহ শহীদ সারোয়ার পেয়েছেন ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ এমদাদ হোসেন পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতী গোলাম মাওলা ভুইয়া পেয়েছেন হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন সিংহ প্রতীক।

প্রতীক পাওয়ার পর বিকালে  আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদের উপস্থিতিতে নৌকার সমর্থনে বিশাল মোটরসাইকের শো-ডাউন অনুষ্ঠিত হয়। নৌকার সমর্থনে বিশাল মোটরসাইকের শো-ডাউনটি ফুলপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সন্ধ্যায় বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের সমর্থনে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ধানের শীষের মিছিলটি ফুলপুর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। 
নৌকা ও ধানের শীষ প্রতিকের শো-ডাউন ও মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছে আওয়ামী লীগ প্রার্থী নৌকার মাঝি শরীফ আহমেদ এবং বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন