শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, পাবনা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৮:০৩ পিএম

পাবনার ৫টি নির্বাচনী আসনে আজ (সোমবার) জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন আসন্ন একাদশ নির্বাচরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। পাবনা-১ নির্বাচনী আসনে এ্যাড. শামসুল হক টুকু (আওয়ামীলীগ) নৌকা প্রতীক, অধ্যাপক আবু সাইয়িদ( গণফোরাম ) ধানের শীষ প্রতীক , মাও: নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান (স্বতন্ত্র) আপেল প্রতীক, আব্দুল মতিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা প্রতীক শাখাওয়াত হোসেন (এনপিপি) আম প্রতীক, শরিফুল ইসলাম (তরিকত ফেডারেশন) ফুলের মালা প্রতীক, মো: জুলহাস নাইন (বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি) কোদাল প্রতীক ,সরদার শাহজাহান (জাতীয় পার্টি ) লাঙ্গল প্রতীক ।
পাবনা-২ নির্বাচনী আসনে সেলিম রেজা হাবিব (বিএনপি) ধানের শীষ প্রতীক, আহমেদ ফিরোজ কবীর (আওয়ামীলীগ) নৌকা প্রতীক, মো: ইউনুস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাত পাখা প্রতীক, শামসুর রহমান (তরিকত ফেডারেশন), ফুলের মালা প্রতীক।
পাবনা-৩ নির্বাচনী আসনে মো: মকবুল হোসেন (আওয়ামীলীগ) নৌকা প্রতীক, কে এম আনোয়ারুল ইসলাম (বিএনপি) ধানের শীষ প্রতীক, আব্দুল মুত্তালিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাত পাখা প্রতীক, খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি) কবুতর প্রতীক।
পাবনা-৪ নির্বাচনী আসনে শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামীলীগ) নৌকা প্রতীক, হাবিবুর রহমান হাবিব (বিএনপি) ধানের শীষ প্রতীক, মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাত পাখা প্রতীক, আব্দুর রশিদ শেখ (এনপিপি) আম প্রতীক ।
পবনা-৫ নির্বাচনী আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামীলীগ) নৌকা প্রতীক, মাওলানা ইকবাল হুসাইন (বিএনপি ) ধানের শীষ প্রতীক, আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক, অধ্যাপক মো: আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, আবু দাউদ (এনপিপি) আম প্রতীক ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন