সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশি অভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার হয়েছে ৭০ পিস ইয়াবা বড়ি ও ৯০০ গাম গাজা।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা ২৪ জন, কলারোয়া থানা ১২ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৮ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা এলাকায় ৫ জন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন