শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-২ আসনের বাস্তা ইউনিয়নে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির গনসংযোগ

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৩:০৯ পিএম

ঢাকা-২ আসনে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ব্যাপক গনসংযোগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় এই গনসংযোগে নামেন। কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের বাস্তা গ্রাম থেকে সকালে তিনি গনসংযোগ শুরু করেন। পরে তিনি শতশত নেতা-কর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে গোয়ালখালী স্কুল মাঠে যান। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি গোয়ালখালী ইতালি মার্কেটে এসে ব্যবসায়ীদের সাথেও কুশল বিনিময় করেন । এসময় উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে তার বাবার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরে ধানের শীষে ভোট কামনা করেন।পরে তিনি বাঘাসুর, রাজাবাড়ি,ভাওয়ারভিটি, আব্দুল্লাহপুর, দড়িগাও ও পলাশপুরে গনসংযোগ করেন।এসব এলাকায় গনসংযোগ করার সময় বিপুল সংক্যক নারী-পুরুষ বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে একনজর দেখার জন্য বিশেষ আগ্রহ নিয়ে রাস্তার দুইপাড়ে ও বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এবং তাকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানায়।গনসংযোগ চলাকালীন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী,উপজেলা ভাইসচেয়ারম্যান রুহুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম,ঢাকা জেলা যুবদলের আহবায়ক রেজাউল কবীর পল কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান রিপন, বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক,বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফিরোজ মিয়া, সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, মডেল থানা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, মডেল থানা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রাসেল শুভ্র, সাধারন সম্পাদক মোঃ রুবেল, মডেল থানা স্চ্ছো সেবকদলের সভাপতি ওয়ালিউল্লাহ সেলিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন