সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে বরগুনার তালতলীতে ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরগুনার তালতলীতে নিশানবাড়িয়া ইউনিয়নে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দে ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১২ এপ্রিল ২০১৮ আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই লক্ষ্যে ছোট নিশানবাড়িয়া মৌজায় ৩০০ একর ভূমি অধিগ্রহণ করে বালু দিয়ে ভ‚মি উন্নয়নের কার্যক্রম প্রায় শেষের পথে। কিন্তু প্রকল্পের ওই কাজ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় একটি চাঁদাবাজ স্বার্থান্বেষী মহল শুরু থেকেই বাধাবিঘ্ন ও বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। ভূমি অধিগ্রহণের সময় এরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছিল। ড্রেজিংয়ের সময় এদের বাধা-বিপত্তির কারণে ড্রেজিংয়ের কাজ বন্ধের উপক্রম। স্বার্থান্বেষী মহলটি ছোট নিশানবাড়িয়া শুভসন্ধ্যা সমুদ্রসৈকত ড্রেজিংয়ের ফলে বিলীন হয়ে যাবে-এই ভুল তথ্য দিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়াতে প্রচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আইসোটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈনুল আলম বলেন, শুভসন্ধ্যা সমুদ্রসৈকতের নিরাপত্তা বিবেচনা করেই প্রকল্পের ড্রেজিংয়ের কাজ চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন