গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিতের নিদের্শ দেয় নির্বাচন কমিশন। বাটিকামারী ইউপির চেয়ারম্যান প্রার্থী রিনা বেগম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষে দিনে গত ৭ এপ্রিল আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে মুকসুদপুর উপজেলা সদরে যাই। কিন্তু সঠিক সময়ে না আসার কারণ দেখিয়ে ওই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা আমার মনোনয়নপত্র জমা নেননি। ফলে আমি প্রার্থিতা পেতে হাইকোর্টে রিট আবেদন করি। শুনানি শেষে গত বৃহস্পতিবার হাইকোর্ট আমাকে প্রার্থী করার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আদেশ দেন। ফলে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার ওই ইউপির নির্বাচন স্থগিত করে। জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বাটিকামারী ইউপির নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪র্থ ধাপে ৭ মে শনিবার বাটিকামারী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচন স্থগিত করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন