ঝিনাইদহ জেলা সংবাদদাতা
শিক্ষার্থীদের ছবি তোলার নামে কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ১০ কপি ছবি বিদ্যালয়ে জমা দেয়ার জন্য বলা হয়। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বাইরে থেকে স্টুডিও’র ক্যামেরাম্যান বিদ্যালয়ে এনে ছাত্র-ছাত্রীদের ছবি তোলার ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে প্রতিটি ছাত্র-ছাত্রীদের কছে থেকে আদায় করা হয় ৬০। আর এখানেই ঘটেছে যত বিপত্তি। গত সোমবার এলাকার অভিভাবকরা জড়ো হয়ে টাকা গ্রহণের বিষয়টির প্রতিবাদ করেন এবং প্রধান শিক্ষক শাহাজাহান আলীর কাছে জানতে চান কেন ছবি তুলতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেয়া হচ্ছে। এলাকার মেম্বার আব্দুল হালিম, অভিভাবক শওকত আলী, শুকুর আলী ও মিকাইল হোসেন অভিযোগ তুলে বলেন, পাশের গ্রামের বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের ছবি তুলতে ৩৫/৪০ টাকা করে নেয়া হলেও লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছেন ৬০ টাকা। যা অনেক দরিদ্র অভিভাবকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহাজাহান আলী বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের ১০ টাকা করে ফেরত দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল আহমেদ বলেন, আমি বিষয়টি জানতাম না। পরে জানতে পেরে প্রধান শিক্ষককে বলেছি টাকার বিষয়টি আমার সাথে আলাপ করা দরকার ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন