শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আচরণবিধি লঙ্ঘন করে প্রটোকল দেয়ায় ওসি প্রত্যাহার

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা
শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে সরকারদলীয় হুইপ আতিককে। নির্বাচনী আইন ভঙ্গ করে হুইপকে প্রটোকল দেওয়ায় সদর থানার ওসি মাজহারুল ইসলামকেও প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জানা যায়, ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে আজ ৭ মে শেরপুর সদর ও ঝিনাইগাতীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বেশ কয়েকটি ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর সাথে বিদ্রোহী ও অন্য প্রার্থীদের সংঘর্ষ এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিকের নির্বাচনী এলাকা সফরকে কেন্দ্র করে সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নে আওয়ামী লীগ ও জাসদ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বড় ধরনের সংর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর টিভি ও পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে নির্বাচনের আগেই এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং হুইপের শেরপুর অফিসে চিঠি পৌঁছে দেয়া হয়েছে। তবে তিনি তখনও শেরপুর জেলা শহরেই অবস্থান করছিলেন। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনার দিন নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রটোকল দেয়া ও আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলামকে প্রত্যাহার করে তদস্থলে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়ারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ওসি মাযহারুল ইসলাম কর্মস্থল ত্যাগ করেছেন। এদিকে ওসি মাযহারুল ইসলাম চলে যাওয়ায় তার স্থলে ডিবি পুলিশের ওসি মোঃ নজরুল ইসলামকে শেরপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে সরকারি দল আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন