শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাণীশংকৈলে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৫-১৬ অর্থ বছরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় উপজেলার মীরডাঙ্গী-যাদুরানীর হাট পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ রাস্তার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার এলাকাবাসীর অভিযোগেরভিত্তিতে সরেজমিন তদন্ত করে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকারদার ও ইঞ্জিনিয়ার ছাড়াই লেবার সর্দার ও মিস্ত্রির ইচ্ছামত রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে। ঠিকাদার দায় সারাভাবে নি¤œমানের মাটি মিশ্রিত ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চালাচ্ছে। এমন কথা বললেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলু। তিনি বলেন, রাস্তায় কাজ চলাকালে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে কোনদিন দেখা যায়নি। এ সময় লেবার সর্দার ইউসুফ আলী সাংবাদিকিদের জানান, ইঞ্জিনিয়ার আমাদের এভাবে কাজ করতে বলেছে। লেবার জবেদা বলে, হামাক যেভাবে কাজ করিবা কহিজে হামা ওভাবে করিম। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। নির্বাহী প্রকৌশলী শাহানুর জানান, বিষয়টি আমি খতিয়ে দেখবো। এছাড়াও সিডিউল অনুয়ায়ী রাস্তার কাজ করার জন্য এবং সরেজমিন তদন্তকরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরসুপারিশ জানান এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন