রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আয়েশা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার ঘটনায় স্বামী, দেবর ও দেবরের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গৃহবধু আয়েশা আক্তারের মা খুর্শিদা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদি খুর্শিদা বেগম জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানার লালদিঘীর চর এলাকায় তাদের বাড়ি। গত এক বছর আগে খুর্শিদা বেগমের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে মাগুরা জেলার শ্রীপুর থানার সদর এলাকার আমানত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাতা সাজ্জাদ হোসেন, মেয়ে আয়েশা আক্তার ও জামাতার ভাই আব্দুল আলী ও আব্দুল আলীর স্ত্রী কুলসুম রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় বসবাস করে আসছে। এছাড়া তারা স্থানীয় বি-ব্রাদার্স নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছে। পারিবারিক বিষয়াদি নিয়ে সাজ্জাদ হোসেন, আব্দুল আলী ও কুলসুমের সঙ্গে আয়েশা আক্তারের বেশ কয়েক দিন ধরে ঝগড়া-ঝাটি চলে আসছিলো। ঝগড়া-ঝাটিকে কেন্দ্র করে গত বুধবার আয়েশা আক্তারকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন