দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলায় গত বৃহস্পতিবার চেক জালিয়াতি মামলায় নাজমুল হক ওরফে দুলু (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদ-সহ অর্থদ- প্রদান করেছে বগুড়া জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শওকত হোসেন। জানা গেছে, উপজেলা সদরের সরদারপাড়ার আব্দুর রশিদের পুত্র শাহিনের কাছ থেকে উপজেলার চকসোহাগা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের পুত্র নাজমুল হক ওরফে দুলু ৩ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে। পরে নাজমুল হক ওরফে দুলু (৪৫) উক্ত টাকা পরিশোধের জন্য চেক প্রদান করে। একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ সংক্রান্তে শাহিন নিজেই বাদী হয়ে নাজমুল হক ওরফে দুলুর বিরুদ্ধে জেলা বগুড়ার ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলাটি পরিচালনা শেষে গত বৃহস্পতিবার ধার্য তারিখে বাদী আসামির বিরুদ্ধের ১৩৮ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মোঃ শওকত হোসেন আসামি নাজমুল হক ওরফে দুলুকে দোষী সাবস্থ করে ৬ মাসের কারাদ- ও ৪ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেন। চেকে বর্ণিত টাকা বাদী প্রাপ্ত হয়ে বাকি টাকা রাজস্ব খাতে জমা হবে এবং আসামি পলাতক থাকায় গ্রেফতারের দিন থেকে উক্ত সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট উৎপল কুমার বাগ্চী (এপিপি)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন