শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে শিক্ষা কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলন শিক্ষা অফিসকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করায় তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুর ১২টায় বেতাগীস্থ এমপির কার্যালয় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাছানুর রহমান রিমনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বিশ্বাস, রুহুল আমিন সোহেল, মো: জহিরুল ইসলাম নান্টু ও মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে শিক্ষা কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি, কোন শিক্ষিকা তার কাছে কাজে আসলে উক্ত শিক্ষকদের মুঠোফোন সংগ্রহ করে ব্যক্তিগত বিষয় নানা প্রশ্ন করে উত্ত্যক্ত করেন এবং গভীর রাতে ফোন করে তার দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি করে। অফিস কক্ষ ও জনসম্মুখে বসে অধিক মাত্রায় ধূমপান করে সরকারি আইন লংঘন করায় তার অপসারণ দাবি করেন। এর পূর্বে ২৮ এপ্রিল উপজেলা পরিষদের সম্মুখে প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন