শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কোটালীপাড়ার আওয়ামীলীগ নেতারা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ২:৪৫ পিএম

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের- ৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতারা। তারা বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন এবং আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে নৌকা মর্কায় ভোট দেওয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেণ, এসময় আওয়ামীলীগ সরকারের বিগত ১০ বছরের অগ্রযাত্রা ও উন্নয়নের নানা বিষয়ে তুলে ধরেণ এছাড়াও আওয়ামীলীগের নির্বাচনী ২১ টি ‘ইশতেহারের’ কথা বলেন। প্রতীক বরাদ্দের পর থেকে নেতারা উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম ও পাড়া মহল্লায় মিছিল মিটিং উঠান বৈঠক ও সভা সমাবেশ করে বেড়াচ্ছেন। নেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি এ্যাডঃ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে প্রচারণায় অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ,সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, দেবদুলাল বসু পল্টু সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। তারা সভা সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি জোট সরকারের বিগত দিনের অসহনীয় নির্যাতন, নিপিরণ, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান। অপরদিকে এ এলাকায় বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীদের কোন প্রচার প্রচারণা চোখে পড়ছে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন