শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাঙ্গুনিয়ায় আ.লীগ সরব ধানের শীষের প্রার্থী নীরব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে নুরুল আবছার চেীধুরী | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রাম-৭ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ গত একমাস আগ থেকে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে প্রচার-প্রচারণা কাজ চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এছাড়াও তাদের দলীয় ব্যানার-পোস্টারে চেয়েগেছে উপজেলার বিভিন্ন পথ-প্রান্তরে। রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ গত একমাস ধরে অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক নামে সভাসহ বিভিন্ন গণমিছিল।
অন্যদিকে বর্ধিত সভা ও নির্বাচনী বিষয়ে মতবিনিময় সভা করে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে ইসলামী ফ্রন্ট। কিন্তু এখনো পর্যন্ত অনেকটা নিরব ভূমিকায় রয়েছেন ধানের শীষ প্রতীক প্রার্থী এলডিপির নুরুল আলম, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ নিয়ামত উল্লাহ, তারা প্রতীকে জেএসডির মাহাবুবর রহমান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মুহাম্মদ জিয়াউর রহমান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলডিপি, ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন ভাবে প্রচারণা চালালেও একেবারে নিরব ভূমিকায় জেএসডি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা।

ভোটের মাঠে এখনো প্রচারণা শুরু না করার বিষয়ে উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক শওকত আলী নূর জানান, ‘পুলিশের ধরাও-পাকরাওসহ অনুকুল পরিবেশ না পাওয়ায় এখনো প্রচারণা শুরু করা যাচ্ছে না। তবে আলম ভাইকে নিয়ে আমরা খুব সহসা ভোটের মাঠে নামবো এবং নিজেদের হারানো আসন পুনরুদ্ধারে সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাব। নাম প্রকাশে অনিচ্ছুক গত ১৬ ডিসেম্বর ধানেরশীষ প্রার্থী সমর্থক বলেন, নুরুল আলম তার মা-বাবার জিয়ারতের শেষে উত্তর রাঙ্গুনিয়রা নির্বাচনী বিভিন্ন এলাকা সফর শেষ করে বাড়ীতে আসলে শাসক দলের নেতাকর্মীদের চাপের মুখে এলাকা ছাড়তে বাধ্য করে।

উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘সাংগঠনিকভাবে তারা দুর্বল। তাই তারা নিজেরাই সংগঠিত হতে পারছেন না। ভোটের মাঠে তারা এলে আমাদের পক্ষ থেকে কোন অসুবিধা নেই। তবে আমরা সাংগঠনিক কর্মতৎপরতা দিয়ে আমাদের প্রাার্থীর হেট্রিক বিজয় নিশ্চিত করবো। এছাড়াও গত ১০ বছরে রাঙ্গুনিয়ার উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখতে সাধারণ জনগণ নৌকা মার্কায় ভোট দেবেন এটাই প্রত্যাশা করি।’

উপজেলা ইসলামি ফ্রন্ট সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন হাসান জানান, ‘আমরা বর্ধিতা সভার মাধ্যমে প্রচারণা শুরু করেছি। আমরা আমাদের মতো কাজ করে যাব। তবে অন্য কোন দল কেন মাঠে আসছেন না সে সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন