শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার গণসংযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে এম এ মোহসিন | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা সরগরম হয়ে উঠছে। প্রত্যেক দলের নেতাকর্মীরা তাদের প্রার্থীদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে নৌকার পক্ষে কর্মী ও সমর্থকেরা বর্তমান সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর নৌকা প্রতীক নিয়ে কয়েকটি ক্যাম্প উদ্ধোধন করেন। নৌকার পক্ষে চট্টগ্রাম-১৪ আসনে বিভিন্ন ইউনিয়নের গণসংযোগের মধ্যে দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার সাতবাড়ীয়া ভগবানহাট, নাজিরহাট, আশরফহহুরীহাটসহ বৈলতলী এলাকায় বিভিন্ন জনবহুল এলাকায় নৌকার প্রতীকের ক্যাম্প উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম-১৪ আসনের নৌকার প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেন চন্দনাইশ মেয়র মাহাবুবল আলম খোকা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ জুনু, সাতবাড়ীয়া ভগবানহাট নৌকার ক্যাম্প উদ্বোধনকালে আলহাজ নজরুল ইসলাম বলেন, আমি চন্দনাইশের সেবক হয়ে সেবা করতে চাই। অতীতে চন্দনাইশে আনাচে-কানাচে উন্নয়নমূলক অনেক কর্মকাÐ করেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল আলীম, সাবেক আ.লীগ নেতা মাস্টার তালেব আলী, এবং দক্ষিণ জেলা শ্রমিক লীগের নেতা আহম্মদ নবী, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কুতুব এস্থাফাছ, যুবলীগ নেতা মো. জহির উদ্দীন হিরু, কাজী খোরশেদুল আলম প্রমুখ। এ সময় ভগবানহাটের উদ্বোধনী ক্যাম্পে বক্তব্যকালে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বিপুল ভোটে জয় হবেন। এতে করেন চন্দনাইশের উন্নয়ন কর্মকাÐ অব্যাহত থাকবে। কনকনে শীতকে উপেক্ষা করে নৌকার পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা চট্টগ্রাম ১৪ আসনের সর্বত্রে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন