আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। স্বেচ্ছাশ্রমেরভিত্তিকে কোন রকমে বাঁধ ঠেকানো হলেও শেষ রক্ষা হবে কিনা সংশয় বিরাজ করছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে জোয়ারের পানির চাপে চাকলা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশে অনুমান ১০০ হাত এলাকার ভেড়ি বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে নব-নির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িসহ ১৫০ শত পরিবারের বসত ঘর ও সহায় সম্পদ পানিতে ভেসে যায়। ১০/১২টি মাছের ঘের প্লাবিত হয়ে যায়। ফসলি জমির শাকসবজি, ধান ক্ষেত ও পুকুরের মাছ ভেসে যায়। চাকলা দাখিল মাদ্রাসা প্লাবিত হয়ে যায়। এতদিন ফাঁকা এলাকায় বাঁধ ভাঙ্গন কবলিত ছিল, ফলে বসত এলাকায় পানি আসার আগেই অনেকে তাদের জিনিসপত্র ও পশুপাখি নিরাপদ সরিয়ে নেয়ার সুযোগ পেত। কিন্তু এবার বসতি এলাকার বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের দুর্গতি বেড়ে গেছে। গত শুক্রবার সকালে ভাটার সময় ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে এলাকার দুই শতাধিক শ্রমিক বিশ্রামহীন শ্রম দিয়ে ভাঙ্গন কবলিত স্থানে কোন রকমে মাটি, বস্তা ফেলে বাধ দিয়েছেন। দুপুরের জোয়ারে সেটি টিকে গেলেও শেষ রক্ষা হবে কিনা সন্দেহ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন