চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামের ৮নং মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট হোছানিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে গতকাল শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন। এর আগে রাতেই নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার মোবারক হোসেনসহ ৫ ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার আবদুর রহমান জানান, জাল ভোট দেয়ার অভিযোগে শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুগিরহাট হোছানিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৫ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো- প্রিজাইডিং অফিসার পার্শ্ববর্তী ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার সদর দক্ষিণ উপজেলার নলচং গ্রামের ওসমান আলীর ছেলে তাজুল ইসলাম, চৌদ্দগ্রামের যুগিরহাট গ্রামের আবদুল হকের ছেলে খোরশেদ আলম (২৮), আবুল হাশেমের ছেলে শাহীন (২৫) ও রফিক মিয়ার ছেলে মাসুম (৩০)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন