শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী অমিতের কর্মী আটক, থানায় অবস্থান নিয়ে অমিতের প্রতিবাদ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৩ পিএম

যশোরে ধানের শীষের গণসংযোগ চলাকালে একজন কর্মী আটকের ঘটনায় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নিজেই দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে কোতয়ালি থানার সামনে অবস্থান নেন এবং আটককৃত কর্মীর মুক্তির দাবি করেন।
অনিন্দ্য ইসলাম অমিত সোমবার সাংবাদিকদের জানান, রোববার রাতে শহরের মনিহার সিনেমা হল এলাকায় গণসংযোগ চলাকালে সাদাপোশাকে একদল পুলিশ সেখান থেকে শফিউল আলম উপল নামে এক কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তিনি দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে কোতয়ালি থানার সামনে অবস্থান নেন। ওই রাতেই তিনি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে পুলিশ সুপারের দফতরে যান। সেখানে তিনি পুলিশ সুপারকে মৌখিকভাবে অভিযোগ করেন।
এ সময় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদেরকে গণসংযোগ করতে দেয়া হচ্ছে না। জামিনে থাকা সত্বেও দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন