শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে জেএসসিতে পাসের হার ৭৯.৮২%

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৪ পিএম

প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেটে এবারের ফলাফল গতবারের চেয়ে কমেছে শতকরা ৯.৫৯%। ২০১১ সালে জেএসসি পরীক্ষা প্রবর্তনের পর এবার পাসের হার ৭৯.৮২, জিপিএ ৫ এবং পাস করা শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার।

এবার সিলেট বিভাগের পাসের হার ৭৯.৮২। ২০১৭ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৮৯.৪১। ২০১৬ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯৩.৩৭। ২০১৫ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯৩.৫৯। ২০১৪ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯১.৫৭। ২০১৩ শিক্ষাবর্ষে এ বিভাগে পাসের হার ছিল ৯১.১৫। ২০১২ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে জেএসসিতে পাসের হার ছিল ৯০.৪৫।
এদিকে এবার সিলেট বিভাগে মোট ১ লাখ ১৯ হাজার ৬ জন শিক্ষার্থী পাস করেছে। ২০১৭ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৮৮২ জন, ২০১৬ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৩৪ জন, ২০১৫ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ৮৫৫ জন, ২০১৪ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫৫ জন, ২০১৩ সালে ছিল ৮৬ হাজার ৮০১ জন,২০১২ সালে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৪৯ জন এবং ২০১১ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭ হাজার ২৩৫ জন।
এবার সিলেট বিভাগের জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী। ২০১৭ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৬২১ জন, ২০১৬ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ২৫৫ জন, ২০১৫ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৫৬ জন, ২০১৪ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১০ জন, ২০১৩ সালে পেয়েছিল ৫ হাজার ৭৪৮ জন এবং ২০১২ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী।
এবারের ফলাফলের বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, সব সূচকেই এবার শিক্ষার্থীরা গত বারের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে নাই। এবারের পরিক্ষা পদ্ধতি বদল হওয়ায় পাশের হার কমেছে। তবে এ ফলাফল সন্তোষজনক।

সিলেটে পাসের হার বেড়েছে
পিএসসি ও ইবতেদায়িতে

সিলেট ব্যুরো
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সোমবার সকালে প্রকাশিত হয়েছে। সিলেটে জেলায় এবার ফলাফলের পাসের হার পিএসসিতে ৯৩.৬৮ এবং ইবতেদায়িতে ৯৫.৩৭। গতবার এই হার ছিল পিএসসিতে ৯১.৮৮ এবং ইএসসিতে ৯০.৪১।
এবছর সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৭১ হাজার ১৪৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৬ জন।
সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৬ হাজার ৪৭৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন।
এ বারের ফলাফলের বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। এ ফলাফল সন্তোষজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন