শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জেএসসিতে ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে আরও ৪৩ জন

অকৃতকার্য চার শিক্ষার্থী পাস করল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ৮:২৮ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে অকৃতকার্য চার শিক্ষার্থী পাস করার পাশাপাশি ৪৩ পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। ফলে জিপিএ-৫ পাওয়া ৪৩ জন সহ এবার বরিশাল বোর্ডে জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৯৯১ জন।
শেষ বেলায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। ফলাফল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বোর্ডেরে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল ঘোষণার পরে নির্ধারিত সময়ের মধ্যে তিন হাজার ৮ পরীক্ষার্থী চার হাজার ১৫৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।
এবার বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে পাশের হার ছিল ৯৭ দশমিক ৫ শতাংশ। ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। নতুন করে ৪৩ জন সহ জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৯৯১ জন। পুনঃনিরীক্ষণে পাসের হার এবং জিপিএ-৫ দুইই বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন