শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী বোর্ডে জেএসসি পাশের হার ৯৪ দশমিক ১০

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১:১৮ পিএম

রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৪ দশমিক ১০। এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৪ দশমিক ৮৭ এবং ছেলেদের পাশের হার ৯৩ দশমিক ৩০। জিপিএ-৫ এ এগিয়েছে মেয়েরা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষনা করা হয়। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে। গতবার ছিল ৯৪.৫৭।
এবারে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ৭ হাজার ২৭৮ জন ছেলে এবং ৯ হাজার ২০০ জন মেয়ে শিক্ষার্থী। শুধুমাত্র রাজশাহী জেলায় মোট ২ হাজার ৬৪৬ জন পেয়েছে জিপিএ-৫।
এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন