শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জেএসসি পরীক্ষ : দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৩.৯২

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ২:২২ পিএম

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) পাশের হার ৮৩ দশমিক ৯২। ৬ হাজার ৭৬৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফল ঘোষনা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান।

ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী পাশের হার ৮৩ দশমিক ৯২ ভাগ। গত বছর পাশের হার ছিল ৮১ দশমিক ৬৩ ভাগ। ২ লাখ ৬৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ২৫০ জন ছাত্রী ও ১ লাখ ২৫ হাজার ৬৯৮ জন ছাত্র। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ০১। পাশের হারে ছাত্রীদের তুলনায় পিছিয়ে আছে ছাত্ররা। তাদের পাশের হার ৮২ দশমিক ৭৩ ভাগ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৮৮ জন ছাত্রী ও ৩ হাজার ২৭৭জন ছাত্র। পরীক্ষায় নকল করার দায়ে বহিস্কৃত হয় ৩১ জন পরীক্ষার্থী। ২৮৪টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ২৬৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিলেও শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ২৮৪টি। গতবার যা ছিল ৩০২টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন